বাকসু নির্বাচনের দাবিতে বিএম কলেজ শিক্ষার্থীদের বিক্ষোভ

বিএম কলেজের শিক্ষার্থীদের বিক্ষোভ
ক্যাম্পাস
শিক্ষা
0

ব্রজমোহন (বিএম) কলেজ ছাত্রসংসদ (বাকসু) নির্বাচনের এক দফা দাবিতে বরিশালে বিক্ষোভ ও মিছিল করেছে প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা। ‎আজ (রোববার, ১৪ সেপ্টেম্বর) বেলা ১১টায় বিএম কলেজের জিরো পয়েন্টে এক দফা দাবিতে বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থীরা।

এসময় বাকসু নির্বাচনের দাবিতে নানা ধরনের স্লোগান দেয় শিক্ষার্থীরা। এরপর বিক্ষোভ মিছিল নিয়ে ক্যাম্পাসের বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে বাকসু ভবনের সামনে গিয়ে শেষ হয়।

আরও পড়ুন:

সেইসঙ্গে শিক্ষার্থীরা জানান, শিক্ষার্থীদের অধিকার প্রতিষ্ঠা ও বাক স্বাধীনতার জন্য ছাত্র সংসদ নির্বাচন প্রয়োজন। এর মাধ্যমে শিক্ষার্থীদের বিভিন্ন ধরনের সমস্যার সমাধান সহজ হবে বলে দাবি করে শিক্ষার্থীরা।

এছাড়াও ছাত্রসংসদ নির্বাচনের পাশাপাশি হলের সমস্যা সমাধানে হল সংসদ নির্বাচনের দাবিও জানান তারা। মিছিলে ছাত্রশিবির ছাত্র আন্দোলন ছাত্র অধিকারসহ নানা ধরনের সংগঠনের নেতাকর্মীর অংশ নেয়।

এফএস