বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, সকাল ১০টার মধ্যেই শিক্ষার্থীদের কেন্দ্রে প্রবেশ করতে হয়েছে। এদিন বাংলাদেশ মিলিটারি অ্যাকাডেমির ভাটিয়ারি ইন্টারন্যাশনাল ম্যারাথন উপলক্ষে ভাটিয়ারি-হাটহাজারী লিংক রোড বন্ধ থাকায় পরীক্ষার্থীদের বিকল্প সড়ক ব্যবহারের করতে হয়েছে।
আরও পড়ুন:
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি ঢাকা ও রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রেও একই সময়ে পরীক্ষা চলছে। এই ইউনিটে ৮৪৯টি আসনের বিপরীতে আবেদন করেছেন ৫১ হাজার ৫০৬ জন শিক্ষার্থী।
পরীক্ষা উপলক্ষে বিশেষ শাটলের ব্যবস্থা করেছে চবি প্রশাসন। এছাড়াও ক্যাম্পাসে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন আছে।





