বঙ্গোপসাগরে লঘুচাপের কারণে বুধবার (২৮ মে) রাত থেকে বাতাসের সাথে বৃষ্টিপাত হচ্ছে। আবহাওয়া অফিস জানিয়েছে, উত্তরপশ্চিম বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘু চাপের সৃষ্টি হওয়ায় গত ২৪ ঘণ্টায় বরিশালে ৪০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এসময় বাতাসের গতিবেগ ছিল সর্বোচ্চ ১৫ কিলোমিটার এবং সর্বনিম্ন ১০ কিলোমিটার।
এদিকে, বরিশাল নদীবন্দর থেকে অভ্যন্তরীণ রুটে চঞ্চচলাচল বন্ধ থাকায় ভোলা, মেহেন্দীগঞ্জসহ বিভিন্ন রুটের যাত্রীরা পড়েছেন ভোগান্তিতে। বৃষ্টিপাতের কারণে বরিশাল বিভাগের বেশ কিছু নদীর পানি বৃদ্ধি পেয়েছে।
বরিশাল নৌবন্দরের কর্মকর্তা মোহাম্মদ সেলিম রেজা জানান, বঙ্গোপসাগরে সৃষ্টি লঘুচাপের কারণে বৈরী আবহাওয়ায় নৌবন্দরকে দুই নম্বর সতর্ক সংকেত দেখিয়ে ১৬টি রুটে ছোট লঞ্চ চলাচল বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই আদেশ চলমান থাকবে। আর বড় লঞ্চের বিষয়ে বিকেলে সিদ্ধান্ত জানানো হবে।