দিনাজপুরে বেড়েছে শীতের দাপট

শীতের সকাল
এখন জনপদে
পরিবেশ ও জলবায়ু
0

গত ২৪ ঘণ্টায় দিনাজপুরে শীতের তীব্রতা আরও বেড়েছে। একদিনের ব্যবধানেই তাপমাত্রা কমেছে ১ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। আজ (সোমবার, ৫ জানুয়ারি) বেলা ১১টায়ও সূর্যের দেখা না মেলা এবং শিরশিরে বাতাসের কারণে শীতের দাপট প্রকট আকার ধারণ করেছে।

দিনাজপুর আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, আজ এখানে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। অথচ গতকাল রোববার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১০ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।

আরও পড়ুন:

এই হঠাৎ শীতের প্রকোপে বিশেষ করে অসচ্ছল, দরিদ্র ও কর্মজীবী মানুষরা চরম ভোগান্তির মধ্যে পড়েছেন। পর্যাপ্ত শীতবস্ত্রের অভাব এবং কনকনে ঠাণ্ডায় তাদের দুর্ভোগ বেড়েছে।

দিনাজপুর আবহাওয়া অফিসের এক কর্মকর্তা তোফাজ্জল হোসেন জানান, চলতি মাসে বেশ কয়েকটি শৈত্যপ্রবাহ হতে পারে এবং তাপমাত্রা আরও কমে আসতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।

এ অবস্থায় শীতার্ত মানুষের পাশে দাঁড়াতে স্থানীয় প্রশাসন ও বিভিন্ন সামাজিক সংগঠনকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন সুশীল সমাজের নেতৃবৃন্দ।

ইএ