আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়, বুধবার রংপুর, রাজশাহী, খুলনা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা, বরিশাল ও চট্টগ্রামের দু'এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
এছাড়াও দেশের বিভিন্ন জায়গায় বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টির সম্ভাবনার কথাও পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানায়, এদিন সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
কাল ঢাকায় সূর্যোদয় ৫টা ২৫ মিনিটে। পূর্বাভাসে, মঙ্গলবার থেকে আগামী ৫ দিনে বৃষ্টিপাতের পরিমাণ হ্রাস পাবে এবং তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে বলেও জানানো হয়।