ঈদের তিনদিন যেমন থাকবে আবহাওয়া

আবহাওয়া অধিদপ্তর ভবন
আবহাওয়ার খবর
পরিবেশ ও জলবায়ু
0

ঈদের দিন (আজ) দেশের তিন বিভাগের কিছু জায়গায় বৃষ্টি হতে পারে। বাকি বিভাগগুলোতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে দেশের উত্তর ও দক্ষিণাঞ্চলে বৃষ্টির খুব একটা সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আগামী তিনদিন বঙ্গোপসাগরে কোনো লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা নেই বলে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর ও বৈশ্বিক আবহাওয়া সংস্থাসমূহের তথ্যানুযায়ী জানা গেছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, মৌসুমি বায়ু এখনো সক্রিয়। তবে এর প্রভাব কমে এসেছে। আজ (শনিবার, ৭ জুন) ঈদের দিন ও তার পরদিন বৃষ্টি অপেক্ষাকৃত কমে আসতে পারে।

পূর্বাভাসে বলা হয়, ঈদের দিনও অপেক্ষাকৃত শুকনো থাকবে। তবে চট্টগ্রাম, সিলেট ও ময়মনসিংহ বিভাগের কিছু স্থানে বৃষ্টি হতে পারে। তবে এর পরিমাণ খুব বেশি হবে না।

রাজশাহী, খুলনা ও রংপুর বিভাগে বৃষ্টির সম্ভাবনা অনেকটাই কম। রাজধানীসহ ঢাকা বিভাগে সামান্য কিছু স্থানে বৃষ্টি হতে পারে। রাজধানীতে বৃষ্টি হলেও এক পশলা হতে পারে।

ঈদের তিনদিন নদীসমূহের পানি সমতল হ্রাস অব্যাহত থাকতে পারে। এ সময়ে সিলেট, সুনামগঞ্জ ও মৌলভীবাজার জেলার নদী সংলগ্ন নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতির উন্নতি অব্যাহত থাকতে পারে। এ সময় বন্যা পরিস্থিতি বিপৎসীমার নিচে আসতে পারে।

আগামী পাঁচদিন পর্যন্ত ব্রক্ষ্মপুত্র নদের পানি সমতল কমতে পারে,অপরদিকে, যমুনা নদীর পানি সমতল আগামী ২৪ ঘণ্টা পর্যন্ত স্থিতিশীল থাকতে পারে। পরবর্তী চারদিন কমতে পারে এবং বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হতে পারে।

বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ব্রক্ষ্মপুত্র নদের পানি সমতল স্থিতিশীল আছে ও যমুনা নদীর পানি সমতল বাড়ছে, তবে বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। গঙ্গা-পদ্মা নদীসমূহের পানি সমতল বাড়ছে যা আগামী পাঁচদিন পর্যন্ত অব্যাহত থাকতে পারে।

এএইচ