ভ্যাপসা গরমে নাভিশ্বাস চুয়াডাঙ্গার প্রাণিকুল

চুয়াডাঙ্গা
ভ্যাপসা গরম থেকে বাঁচতে ডিপ টিউবওয়েলে গোসল
এখন জনপদে , আবহাওয়ার খবর
পরিবেশ ও জলবায়ু
0

চলতি মাসে টানা ১০ দিন ধরে তাপপ্রবাহের কবলে চুয়াডাঙ্গা। তপ্ত রোদে উত্তপ্ত হয়ে উঠছে প্রাণিকুল ও প্রকৃতি-পরিবেশ। সকাল থেকে তীব্র রোদ ও ভ্যাপসা গরমে অতিষ্ঠ জনজীবন। চলতি মাস জুনের শুরু থেকে তাপমাত্রা ৩৬ থেকে ৩৭ ডিগ্রির ঘরে উঠানামা করছে। আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী দুই থেকে তিন দিন এই তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে।

আজ (শুক্রবার, ১৩ জুন) বেলা ১২টার দিকে জেলার তাপমাত্রা দাঁড়িয়েছে ৩৫ ডিগ্রি সেলসিয়াস। যেখানে বাতাসের আদ্রতা ৫৯ শতাংশ।

এদিকে, ভ্যাপসা গরমের কারণে সব শ্রেণি-পেশার মানুষের অসহনীয় কষ্ট পোহাতে হচ্ছে। গরম থেকে বাঁচতে অনেকেই ছায়াযুক্ত জায়গায় বসে আশ্রয় নিতে দেখা গেছে। প্রখর রোদের মধ্যে প্রয়োজন ছাড়া কেউ ঘরের বাইরে আসছে না। তপ্ত রোদের কারণে ভ্যান ও রিকশাচালকরা যাত্রী না পেয়ে অলস সময় পার করছে। জেলার সদর হাসপাতালে গরমজনিত বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে।

চুয়াডাঙ্গা আবহাওয়া অধিদপ্তরের সিনিয়র আবহাওয়া পর্যবেক্ষক রাকিবুল ইসলাম বলেন, ‘টানা ১০ দিন চুয়াডাঙ্গার উপর দিয়ে বয়ে যাচ্ছে তাপপ্রবাহ। বাতাস ও জলীয়বাষ্পের কারণে গরম বেশি অনুভূত হচ্ছে। আগামী ১৫ তারিখে বৃষ্টির সম্ভাবনা আছে। তখন তাপমাত্রা কমে যাবে।’

এনএইচ