সারাদেশে আরও ১০ দিন ভারী বৃষ্টির সম্ভাবনা

বৃষ্টি
আবহাওয়ার খবর
পরিবেশ ও জলবায়ু
0

সারাদেশে আরও অন্তত ১০ দিন ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজ (শুক্রবার, ১১ জুলাই) দেশের ৮টি বিভাগেই হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে কিছু এলাকায় মাঝারি থেকে ভারী বর্ষণও হতে পারে। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর ও ময়মনসিংহ বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী বর্ষণও হতে পারে।

আজ ঢাকায় দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস বইছে এবং বাতাসে আর্দ্রতার পরিমাণ ৯৮ শতাংশ। আবহাওয়া অফিস জানিয়েছে, আজ দিনের এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

আরও পড়ুন

আগামীকাল শনিবারও চারটি বিভাগ—খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেটজুড়ে বৃষ্টি হতে পারে। পাশাপাশি ঢাকাসহ অন্যান্য বিভাগেও দমকা হাওয়াসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই ধরনের আবহাওয়া রোববার ও সোমবারও বজায় থাকবে বলে জানানো হয়েছে। তবে রোববার দিনের তাপমাত্রা কিছুটা কমতে পারে।

আবহাওয়া অধিদপ্তর জানায়, মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, উত্তর প্রদেশ, বিহার ও পশ্চিমবঙ্গ হয়ে বাংলাদেশের মধ্যাঞ্চল পেরিয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে এবং মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় রয়েছে।

গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রংপুরের ডিমলায় ৩৩ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল টাঙ্গাইলে ২২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯ দশমিক ৮ ডিগ্রি এবং সর্বনিম্ন ২৫ ডিগ্রি সেলসিয়াস। সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়েছে মাদারীপুরে, ১৩২ মিলিমিটার।

এনএইচ