ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘলা থাকতে পারে জানিয়ে আবহাওয়া অফিসের পূর্বাভাসে বলা হয়, এসময় হালকা বৃষ্টিও হতে পারে। সঙ্গে সামান্য কমতে পারে দিনের তাপমাত্রা।
এসময় দক্ষিণ-পূর্ব বা দক্ষিণ দিক থেকে ঘণ্টায় ১০-১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিতের সম্ভাবনা রয়েছে।
এদিকে, আজ দুপুর ১২টায় ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার তাপমাত্রা ছিল ৩১.৮ ডিগ্রি সেলসিয়াস। আর্দ্রতা ছিল ৬৩ শতাংশ। সকাল থেকে গত ৬ ঘণ্টায় সংশ্লিষ্ট এলাকায় বৃষ্টিপাত হয়েছে এক মিলিমিটার।
উল্লেখ্য, গতকালের (শনিবার, ৬ সেপ্টেম্বর) সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬, আজকের সর্বনিম্ন তাপমাত্রা ২৮.৫ ডিগ্রি সেলসিয়াস।