দেশের কিছু স্থানে বৃষ্টি বা বজ্রবৃষ্টি; অন্যত্র শুষ্ক আবহাওয়ার পূর্বাভাস

আবহাওয়া ভবনের ছবি
আবহাওয়ার খবর
পরিবেশ ও জলবায়ু
0

চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং বরিশাল ও সিলেট বিভাগের দু'এক জায়গায় বৃষ্টি বা বজ্র বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। আজ (সোমবার, ৩ নভেম্বর) আবহাওয়া অধিদপ্তরের দেয়া আবহাওয়া পূর্বাভাসে এ তথ্য দেয়া হয়।

এছাড়াও আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। সেই সঙ্গে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। দিকে, আজ সকালে ৬টায় ঢাকায় আপেক্ষিক আর্দ্রতা ছিল ৮৭ শতাংশ।

আরও পড়ুন:

আবহাওয়া সিনপটিক অবস্থায় বলা হয়েছে, পূর্ব মধ্য বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন মায়ানমার উপকূলীয় এলাকায় লঘুচাপটি বিরাজমান রয়েছে। এটি উত্তর-উত্তরপশ্চিম বরাবর মায়ানমার-বাংলাদেশ উপকূলের দিকে অগ্রসর হতে পারে।

এফএস