কুমারখালী আবহাওয়া অফিসের তথ্যমতে, এ জেলায় আজ সকাল ৬টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৪ দশমিক শূন্য ডিগ্রী সেলসিয়াস, আদ্রতা শতভাগ। এতে শীতের অনুভূতি বেড়েছে। ফলে দিনের সর্বোচ্চ তাপমাত্রা এবং সর্বনিম্ন তাপমাত্রার ব্যবধান কমে এসেছে। ফলে বাড়ছে শীতের তীব্রতা।
ঘন কুয়াশার চাদরে প্রকৃতি ঢাকা থাকলেও জীবিকার তাগিদে সাত সকালেই কাজে বের হচ্ছেন শ্রমজীবী, রিকশাচালকসহ খেটে খাওয়া মানুষ। শীত অনুভূতি হওয়ায় খুব একটা দরকার না পড়লে ঘর থেকে বের হচ্ছেন না মানুষ।
আরও পড়ুন:
কুমারখালী আবহাওয়া অফিসের কর্মকর্তা মামুনুর রশিদ বলেন, ‘প্রতিনিয়তই তাপমাত্রা কমে যাচ্ছে। এতেই জেলায় শীতের তীব্রতা বেড়েছে।’
এ অবস্থা আরও কয়েকদিন থাকবে বলে জানিয়েছেন তিনি। এতে শিশুদের যত্নে বাড়তি সচেতনতার পরামর্শ দিয়েছেন এই কর্মকর্তা।





