অভিষেক সভায় আগামী ২ বছরের নানা কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়। এসময় যে যার অবস্থান থেকে সংগঠনের জন্য কাজ করে যাবেন বলে প্রতিশ্রুতি দেন।
এসময় ট্রাস্টিদের মধ্যে উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ মানস ঘোষ, ট্রাস্টি সদস্য সৈয়দ ইশতিয়াক রেজা, ফাহিম আহমেদ, রাশেদ আহমেদ, নূর সাফা জুলহাজ, হারুন অর রশিদ ও সাইফ ইসলাম দিলাল।
আগামী দুই বছরের জন্য নতুন নির্বাচিত নির্বাহীরা হলেন শাহনাজ শারমীন, নায়লা পিয়া, পারভেজ নাদির রেজা, জান্নাতুল ফেরদৌসি, তারিকুল ইসলাম মাসুম, শামসুল হুদা, মিলটন আনোয়ার, রিজভী নেওয়াজ, মাহফুজ রহমান মিশু, শহীদ ইসলাম, ওমর ফারুক, সাইফুল শাহিন, মো. আব্দুল্লাহ (আব্দুল্লাহ তুহিন), মাহবুব জুয়েল ও অন্তরা বিশ্বাস।
নব নিবাচিত যুগ্ম নির্বাহীরা হলেন-তুষার কান্তি দাশ, কে জেড সোহেল, দিপন দেওয়ান, মো. শাহ আজিজুর রহমান কিরন, মনিরা ফেরদৌস, কুমার বিশ্বজিত রায়, রাশেদুল আহসান, হোমায়রা মাহমুদা ফারুকী, মো. জাকির হোসেন, জয়ন্ত কুমার কর্মকার, আবুল বাশার লায়েচ এবং মো. আবদুস সালাম ফারুক।