কোভিড সংক্রমণ ঠেকাতে যেসব ব্যবস্থা নিলো শাহ আমানত বিমানবন্দর

চট্টগ্রাম
চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর
স্বাস্থ্য
0

বিভিন্ন দেশে করোনা ভাইরাসের সংক্রমণ বৃদ্ধির কারণে বাংলাদেশে এই সংক্রমণ এড়াতে বেশ কিছু পদক্ষেপ নিয়েছে চট্রগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ। এর মধ্যে রয়েছে হেলথ স্ক্রিনিং ইকুইপমেন্ট, থার্মাল স্ক্যানারের মাধ্যমে আগত যাত্রীদের তাপমাত্রা নির্ণয়, স্পর্শকাতর পয়েন্টসমূহে মাস্ক ব্যবহারে জরুরি নির্দেশনাসহ কয়েকটি ব্যবস্থা। আজ (রোববার, ৮ জুন) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রতিবেশী দেশ ভারতসহ বিভিন্ন দেশে করোনা ভাইরাসের সংক্রমণ বৃদ্ধির কারণে বাংলাদেশে এই সংক্রমণ এড়াতে চট্রগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ  যেসব ব্যবস্থা গ্রহণ করেছে। 

গৃহীত ব্যবস্থাসমূহ হলো—

১) আন্তর্জাতিক আগমনী হলে ইমিগ্রেশন এ প্রবেশস্থলে হেলথ স্ক্রিনিং ইকুইপমেন্ট বসানো হয়েছে।

২) এই বিমানবন্দরের মেডিক্যাল টিম কর্তৃক থার্মাল স্ক্যানারের মাধ্যমে নন টাচ পদ্ধতিতে আগত যাত্রীদের তাপমাত্রা নির্ণয় করার ব্যবস্থা নেয়া হয়েছে।

৩) বিমানবন্দরে টার্মিনালের স্পর্শকাতর পয়েন্টসমূহে সবার জন্য মাস্ক ব্যবহারের জরুরি নির্দেশনা দেওয়া হয়েছে।

৪) বিমানবন্দরের স্বাস্থ্যকর্মীদের জন্য জরুরি ভিত্তিতে পর্যাপ্ত মাস্ক ও গ্লোভস মজুদের ব্যবস্থা নেয়া হয়েছে।

৫) যাত্রীদের মধ্যে ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে গণসচেতনতা বৃদ্ধির জন্য রোগ প্রতিরোধ নির্দেশনা প্রচারের ব্যবস্থা নেয়া হয়েছে।

এর আগে, গত মাসের শেষ দিক থেকে ভারতে কোভিড-১৯ আক্রান্তের সংখ্যা বাড়তে শুরু করে। যা ইতোমধ্যেই ৬ হাজার ছাড়িয়েছে। তাই নতুন করে কোভিড-১৯ এর ভীতি তৈরি হয়েছে। এছাড়া ভারতের পাশাপাশি অন্য কিছু দেশেও করোনা ভাইরাসের প্রকোপ বাড়ছে বলে খবর পাওয়া যায়।

এসএইচ