২৪ ঘণ্টায় আরো ১০ জনের করোনা শনাক্ত

কোভিড ভ্যারিয়েন্ট
স্বাস্থ্য
0

সারাদেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে (কোভিড ১৯) আক্রান্ত আরো ১০ জনকে শনাক্ত করা হয়েছে। আজ (বুধবার, ১১ জুন) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

১০৭ জনের নমুনা পরীক্ষা করে এই ১০ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৫১ হাজার ৭৭০ জনে।

আরো পড়ুন:

বিজ্ঞপ্তির তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় আক্রান্তদের সবাই ঢাকা মহানগরীর বাসিন্দা। এর আগে গতকাল (১০ জুন) ১০১ জনের নমুনা পরীক্ষায় ১৩ জনের শরীরে করোনাভাইরাস পাওয়া যায়।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন দুইজন। এর ফলে এ সংখ্যা ২০ লাখ ১৯ হাজার ৩৮০ জনে দাঁড়িয়েছে।

এসএইচ