চাহিদা মাফিক করোনাভাইরাসের কিট না পাওয়ার অভিযোগ

কিট সংগ্রহে মহাখালি স্বাস্থ্য অধিদপ্তরে আসতে থাকে হাসপাতাল কর্তৃপক্ষ
স্বাস্থ্য
0

হাসপাতালগুলোতে বিতরণ শুরু হয়েছে করোনাভাইরাসের পরীক্ষার কিট। হাসপাতালগুলোর পক্ষ থেকে চাহিদা মাফিক কিট না পাওয়ার অভিযোগ করা হলেও স্বাস্থ্য অধিদপ্তর থেকে বলা হচ্ছে হাসপাতালগুলোর সক্ষমতা অনুযায়ী সরবরাহ করা হচ্ছে কিট। আজ (বৃহস্পতিবার, ১২ জুন) সকাল থেকেই কিট সংগ্রহে বিভিন্ন হাসপাতাল থেকে মহাখালির স্বাস্থ্য অধিদপ্তর কার্যালয়ে আসতে থাকে হাসপাতাল কর্তৃপক্ষ।

দেশে নতুন করে করোনাভাইরাস সংক্রমণের পর বিভিন্ন হাসপাতালে করোনা পরীক্ষার কীট সংকট দেখা দেয়। এ পরিস্থিতিতে করোনার সম্ভাব্য বিস্তার রোধে পরীক্ষার উপকরণ সংখ্যা বাড়ানো উপর জোর দিচ্ছে স্বাস্থ্য বিভাগ। সে লক্ষ্যে নতুন করে কিট সংগ্রহ করে তা হস্তান্তর করা হচ্ছে হাসপাতালগুলোকে।

তবে বিভিন্ন হাসপাতাল থেকে মহাখালি স্বাস্থ্য অধিদপ্তর কার্যালয়ে কিট সংগ্রহের জন্য আগত সবার মুখেই ছিল চাহিদা মাফিক কিট না পাবার অভিযোগ।

তারা জানান, আমাদের চাহিদা যা ছিলো তার থেকে কিট দেয়া হচ্ছে কম। আমরা ১ হাজারের চাহিদা দিয়েছিলাম অথচ আমাদের দিয়েছে ২০০।

এ বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তরের সংক্রামক রোগ নিয়ন্ত্রণ শাখার পরিচালক অধ্যাপক ডা. হালিমুর রশিদ জানান, পর্যাপ্ত কিট মজুত রয়েছে। সক্ষমতা অনুযায়ী হাসপাতালগুলোতে সরবরাহ করা হচ্ছে।

তিনি বলেন, ‘হাসপাতালগুলো যেই চাহিদা দিচ্ছে সেই অনুযায়ী গত ১ বছরে কতগুলো পরীক্ষা হয়েছে তা দেখলেই আমরা বুঝতে পারবো কি পরিমাণ কিট তাদের দরকার। হাসপাতালগুলো হয়ত বেশি সময়ের জন্য চাচ্ছে। কিন্তু আমরা ত শর্ট সময়ের জন্য দিচ্ছি। আমরা হাসপাতালগুলোকে নির্দেশনা দিয়েছি তাদের পরিচালনা বাজেট থেকে টিকা কেনার জন্য। ডেভেলপিং পার্টনারদের ও অনুরোধ করেছি, তারা ছুটিতে আছেন। ছুটি শেষ হয়ে গেলে তারা ও আমাদের দিবে।’

উল্লেখ্য, বুধবার (১১ জুন) সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ১০ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর। এরই মধ্যে সংক্রমণ প্রতিরোধে ১১ দফা নির্দেশনা দিয়েছে তারা।

ইএ