করোনায় আক্রান্তরা হলেন কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার আবদুল মোমিন (৭০), কুমিল্লা সিটি করপোরেশন এলাকার ডা. সানজিদা (৩০), বুড়িচং উপজেলার মো. হেলাল আহমেদ (৩৮) ও কুমিল্লা সদর উপজেলার মো. ইবনে যুবায়ের (৩৯)।
সিভিল সার্জন ডা. আলী নূর বশির বলেন, 'গত তিন দিনে কুমিল্লায় ১৩ জন রোগীর নমুনা সংগ্রহ করা কয়েছে। পরীক্ষা শেষে তাদের মধ্যে ৪ জনের করোনা শনাক্ত করা হয়েছে। তাদের মধ্যে এক জন কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে, দুই জন ডিএনসিসি ডেডিকেটেড কোভিড-১৯ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। তবে অপর একজন কোথায় চিকিৎসা নিচ্ছেন তিনি এ বিষয়ে কোন তথ্য জানাতে পারেননি।'
কুমিল্লা সিটি স্ক্যান এমআরআই স্পেশালাইজড এন্ড ডায়ালাইসিস সেন্টারের ম্যানেজার মো. নূর হোসেন রয়েল বলেন, 'গত চার দিন ধরে আমরা করোনা রোগী পরীক্ষা শুরু করেছি। সর্বমোট ১৩ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এদের মধ্যে এদের মধ্যে চার জনের করোনা শনাক্ত হয়েছে।'