করোনায় আরো একজনের মৃত্যু, নতুন শনাক্ত ২৬

করোনা ভাইরাসের প্রতীকী ছবি
স্বাস্থ্য
0

সারাদেশে করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরো একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় মোট মৃত্যু দাঁড়াল ২৯ হাজার ৪৮২ জনে। আজ (রোববার, ১৫ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় মোট ২৯১টি নমুনা পরীক্ষা করে ২৬ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এতে মোট শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০ লাখ ৫১ হাজার ৮৩৩ জনে।

একই সময়ে করোনা থেকে সুস্থ হয়েছেন ৪ জন। এ নিয়ে মোট সুস্থ রোগীর সংখ্যা ২০ লাখ ১৯ হাজার ৪১০ জন।

এসএইচ