মানিকগঞ্জে নতুন করে ১৫ জন ডেঙ্গু আক্রান্ত, মোট শনাক্ত ৫৩৬

মানিকগঞ্জ
এখন জনপদে
স্বাস্থ্য
0

মানিকগঞ্জে প্রতিদিনই বাড়ছে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে আরও ১৫ জন রোগী ডেঙ্গুতে আক্রান্ত হয়ে শনাক্ত হয়েছেন। আজ (সোমবার, ২৫ আগস্ট) বিকেলে জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে পাঠানো প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী, নতুন আক্রান্তরাসহ চলতি বছর এখন পর্যন্ত জেলায় মোট শনাক্ত ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়ালো ৫৩৬ জনে। বর্তমানে জেলার বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৩৪ জন রোগী। অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন আরও ১৭ জন।

স্বাস্থ্য বিভাগ বলছে, এ পর্যন্ত আক্রান্তদের মধ্যে বেশিরভাগই সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে গেছেন। তবে প্রতি দিনেই নতুন নতুন রোগী শনাক্ত হওয়ায় পরিস্থিতি নিয়ে কিছুটা উদ্বেগ তৈরি হয়েছে। বিশেষ করে জেলা শহরসহ বিভিন্ন উপজেলা এলাকায় মশাবাহিত এ রোগের সংক্রমণ বাড়ছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।

আরও পড়ুন:

মানিকগঞ্জ সিভিল সার্জন ডা. মো. খুরশীদ আলম জানান, ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি ও পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখা সবচেয়ে কার্যকর উপায়। এজন্য তারা ঘরের আশপাশে জমে থাকা পানি সরিয়ে ফেলতে, মশারি ব্যবহার করতে এবং জ্বর হলে দ্রুত নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে যোগাযোগ করতে সাধারণ মানুষকে অনুরোধ করেছেন।

উল্লেখ্য, গত মৌসুমে জেলায় ডেঙ্গুতে মোট আক্রান্ত হয়েছিলেন দুই হাজার ৩৪৮ জন। আর আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছিল দুইজনের।

এএইচ