ইতালিতে আনন্দঘন সময় কাটাচ্ছেন রাজা তৃতীয় চার্লস ও রানী ক্যামিলা

প্রবাস
0

ইতালি সফরে আনন্দঘন সময় কাটাচ্ছেন ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস এবং রানী ক্যামিলা। চার দিনের সফরে প্রথম দিন রোমের প্রাচীন স্মৃতিস্তম্ভগুলো পরির্দশন করেন তারা। বুধবার ইতালিতেই পালন করবেন ২০তম বিবাহবার্ষিকী।

শারীরিক অসুস্থতা কাটিয়ে ফুরফুরে মেজাজে ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস। চলতি বছরে প্রথম বিদেশ সফরে ইতালিতে এসেছেন স্ত্রী ক্যামিলাকে নিয়ে।

ইতালি সফরের প্রথম দিনেই কুইরিনাল প্রাসাদে রাজা-রানীকে অভ্যর্থনা জানান, ইতালির রাষ্ট্রপতি। লাল গালিচার পাশাপাশি রোমের আকাশে বিমান দিয়ে জানানো হয় সংবর্ধনা।

চারদিনের সফরের প্রথম দিনে রোমের প্রাচীন স্মৃতিস্তম্ভগুলো ঘুরে দেখেন রাজা রানী। এসময় দর্শনার্থীদেরও সঙ্গে কথা বলেন তারা। রাষ্ট্রপ্রধান হিসেবে রাজা যুক্তরাজ্য সরকারের পক্ষ থেকে বুধবার ইতালির পার্লামেন্টের উভয় কক্ষে ভাষণ দেবেন রাজা তৃতীয় চার্লস। দেশটিতে প্রথমবারের মতো কোনও ব্রিটিশ রাজা হিসেবে এমন ভাষণ দেবেন তিনি।

বুধবার ইতালিতেই নিজেদের ২০তম বিবাহবার্ষিকী উদযাপন করবেন রাজা চার্লস ও ক্যামিলা। এই উপলক্ষে আয়োজন করা হবে রাষ্ট্রীয় ভোজসভায়, যেখানে অতিথি হিসেবে থাকবেন রাজনীতিবিদ এবং তারকারাও।

ব্রেক্সিটের পর ইউরোপীয় প্রতিবেশীদের সাথে যুক্তরাজ্যের সম্পর্ক পুনঃস্থাপনের পাশাপাশি রাজা-রানীর এই সফরকে গুরুত্বের সঙ্গে দেখছেন ইউরোপীয়রা।

এএইচ