মালয়েশিয়ায় পাম তেলের কারখানায় বিস্ফোরণ, বাংলাদেশিসহ আহত ৪

বিস্ফোরণ ক্ষতিগ্রস্ত পাম তেলের কারখানা
প্রবাস
0

মালয়েশিয়ার একটি পাম তেলের কারখানায় বিস্ফোরণ ঘটেছে, এতে এক বাংলাদেশি সহ চার বিদেশি শ্রমিক আহত হয়েছেন। আজ শনিবার (৩ মে) সেলাঙ্গর রাজ্যের একটি কারখানায় সকালে এ দুর্ঘটনা ঘটে।

সেলাঙ্গর ফায়ার অ্যান্ড রেসকিউ বিভাগের সহকারী পরিচালক আহমেদ মুখলিস মোখতার জানান, কারখানার স্টিম বয়লার বিস্ফোরণ হয়েছে। আহত চারজনের মধ্যে দুইজন নেপাল, একজন ভারত এবং একজন বাংলাদেশের নাগরিক রয়েছে বলেও জানান তিনি। তবে তাদের নাম পরিচয় জানায়নি দমকল বাহিনী।

দমকলকর্মীরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই আগুন নেভানো সম্ভব হয়েছে। তবে আহত চারজনেরই পায়ের কিছু অংশ পুড়ে গেছে। পরবর্তীতে চিকিৎসা দিতে আহতদের তানজুং কারাং হাসপাতালে নেওয়া হয়েছে।

এএইচ