ঈদে কাতার প্রবাসীদের দেশে ফেরার হিড়িক, টিকিটের দামে হতাশা

ট্রাভেল এজেন্সি
প্রবাস
0

পবিত্র ঈদুল আজহা উদযাপন করতে দেশে ফেরার হিড়িক পড়েছে কাতারের প্রবাসী বাংলাদেশিদের। ট্রাভেল ট্যুরিজম প্রতিষ্ঠানগুলোতে প্রতিদিনই বিমান টিকিটের জন্য ভিড় করছেন তারা। তবে ঈদ উপলক্ষে বিমানের টিকিটের বাড়তি দাম নিয়ে হতাশ প্রবাসী বাংলাদেশিরা।

কাতারে কর্মসূত্রে বসবাস করেন চার লাখের বেশি প্রবাসী বাংলাদেশি। রেমিট্যান্স পাঠিয়ে দেশের অর্থনৈতিক উন্নয়নে বড় অবদান রাখছেন তারা। সাধারণত ঈদের এই সময়টিতে শহুরে মানুষ পরিবার-পরিজন নিয়ে ঈদ করতে যখন গ্রামমুখী, ঠিক তেমনি প্রবাসীরাও ঈদের সময়টুকু স্বজনদের সঙ্গে কাটাতে ছুটে যান দেশের মাটিতে।

দেশে থাকা পরিবার পরিজনের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি ও ঈদ উদযাপন করতে প্রতিদিনই বাংলাদেশি ট্রাভেল এজেন্সিগুলোতে বিমান টিকিটের জন্য ভিড় করছেন প্রবাসীরা। যদিও ঈদ উপলক্ষে টিকেটের বাড়তি দাম নিয়ে হতাশ তারা।

প্রবাসী বাংলাদেশিদের মধ্যে একজন বলেন, ‘আসলে টিকিটের যা মূল্য, তাতে আমাদের জন্য বাড়ি ফেরাটা কঠিন হয়ে যাচ্ছে।’

আরেকজন বলেন, ‘বাংলাদেশের সরকারের কাছে অনুরোধ করবো যেন বাংলাদেশের টিকিট মূল্য ঈদের সময়ে গ্রহণযোগ্য হয় এবং সিন্ডিকেটমুক্ত থাকে।’

ঈদ উপলক্ষে বিমানের টিকিটের ব্যাপক চাহিদা থাকলেও বাড়তি দামের কারণে প্রবাসীরা টিকিট কিনতে পারছেন না বলে জানান ট্রাভেল এন্ড ট্যুরিজম ব্যবসায়ীরা।

এ আর ট্রাস্ট ট্রাভেল এন্ড ট্যুরিজমের স্বত্বাধিকারী ইউনূস হোসেন রাজিব বলেন, ‘কোরবানি ঈদ উপলক্ষে বাংলাদেশের ট্রাভেল এজেন্সিগুলোতে মানুষের উপচে পড়া ভিড়। অনেক মানুষ আসতেছে, কিন্তু টিকিটের দাম অনেক বেশি হওয়ার কারণে তারা কাঙ্ক্ষিতভাবে টিকিট নিতে পারছেন না।’

ঈদের আনন্দময় সময়টুকু আত্মীয় স্বজনের সঙ্গে ভাগাভাগি করতে প্রবাসীদের মধ্যে দেখা দেয় দেশে ফেরার হিড়িক। তবে ঠিক এই সময়টিতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিটের দাম প্রায় দ্বিগুণ বেড়ে যায়। এরপরও দেশের টানে সবকিছু উপেক্ষা করেই ছুটে যাচ্ছেন প্রবাসীরা।

এসএইচ