অনুষ্ঠানে মালয়েশিয়ার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের পাশাপাশি বেশ কয়েকজন বিদেশি শিক্ষার্থীও অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানটি পরিচালনা করেন সংগঠনের জয়েন্ট সেক্রেটারি আদিবা আহমেদ। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সংগঠনের সভাপতি আসাদুল্লাহ আল গালীব (রাব্বি)।
অনুষ্ঠান সমন্বয়ের দায়িত্বে ছিলেন সহ-সভাপতি আসিফ রহমান ও জেনারেল সেক্রেটারি সায়েদা তাসমিমা হুসেইন। এছাড়া অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা আহমেদ রেজা।
অনুষ্ঠান পর্বে ছিল বল পাসিং গেম, সংগীত পরিবেশনা, নৃত্য এবং মনোমুগ্ধকর সাংস্কৃতিক আয়োজন। এতে দেশীয় খাবারের বিশেষ আয়োজন রাখা হয় যাতে প্রবাসের মাঝেও ঈদের আমেজ অনুভব করতে পারেন অংশগ্রহণকারীরা।

সভাপতি আসাদুল্লাহ আল গালীব বলেন, ‘আমাদের বিএসওএম শুধুমাত্র একটি সংগঠন নয়, এটি প্রবাসে থাকা শিক্ষার্থীদের জন্য একটি পরিবার। আমরা চাই, মালয়েশিয়ায় থাকা প্রতিটি বাংলাদেশি শিক্ষার্থী যেন অনুভব করে বিএসওএম সবসময় তাদের পাশে আছে, তাদের আপনজন হয়ে।’
অনুষ্ঠান সফলভাবে বাস্তবায়নে বিভিন্ন দায়িত্বে ছিলেন সংগঠনের সহ-সভাপতি রিয়াদ হোসেন, শাফি রহমান, জয়েন্ট সেক্রেটারি মেহেদী হাসান এবং অন্যদের মধ্য ইমরান হোসেন, সাব্বির আহমেদ, দীপ্ত আহমেদ , নাইম ইসলাম, সুমাইয়া আক্তার সূচনা রহমান সহ প্রমুখকে।
উল্লেখ্য, বাংলাদেশি স্টুডেন্টস অর্গানাইজেশন মালয়েশিয়া (বিএসওএম) ২০১৪ সালে প্রতিষ্ঠিত হয়। প্রবাসে বাংলাদেশের শিক্ষা, সংস্কৃতি ও ঐক্যকে এগিয়ে নিতে সংগঠনটি শুরু থেকেই বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও একাডেমিক কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।