প্যারিস থেকে প্রায় সাড়ে ৭শ' কিলোমিটার দূরে অবস্থিত ফ্রান্সের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর তুলুজে ২০ হাজারেরও বেশি প্রবাসী বাংলাদেশির বসবাস।
কর্মব্যস্ততার কারণে রাজধানী প্যারিসের বাংলাদেশ দূতাবাসে এসে নাগরিক সেবা নিতে অনেকটাই বেগ পেতে হয় তাদের। আর তাই প্যারিসের বাংলাদেশ দূতাবাস এসব নাগরিক সেবা নিয়ে হাজির তুলুজ শহরে।
দু'দিনব্যাপী কনস্যুলার ক্যাম্পে পাসপোর্ট নবায়ন, জন্মনিবন্ধন, আইনি পরামর্শ, ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডে সদস্যপদ নিবন্ধনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ নাগরিক সেবা প্রদান করা হয়। দূতাবাসের এই ভ্রাম্যমাণ সেবায় উপকৃত হয়েছে ২শ'রও বেশি নাগরিক।
সেবা গ্রহীতারা জানান, দূতাবাসের এমন কাজে খুবই উপকৃত হয়েছেন তারা। এছাড়া এ ধরনের ক্যাম্পিং সামনে আরো দরকার বলেও মনে করছেন অনেকে।
ভ্রাম্যমান কনস্যুলার সেবা কার্যক্রমে প্রবাসীরা রাষ্ট্রদূতের কাছে বিভিন্ন দাবির পাশাপাশি বছরে অন্তত চার বার দূতাবাসের মাধ্যমে তুলুজে ভ্রাম্যমান সেবার দাবি জানান।
২ দিন ব্যাপী এই কনস্যুলার সেবার উদ্বোধন করেন ফ্রান্সের বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত খন্দকার আবু তালহা।