সম্মেলনে অংশ নিয়েছেন বাংলাদেশের ব্যবসায়ী, শিল্পপতি, রাজনৈতিক নেতা এবং সাংস্কৃতিক ব্যক্তিবর্গ। যা প্রবাসী কমিউনিটির ঐক্যের প্রতীক হিসেবে দেখছেন অনেকে।
ফোবানা সম্মেলনের প্রথম দু'দিন শুক্র ও শনিবার (৩১ আগস্ট) বিভিন্ন সেশনে বাংলাদেশি কমিউনিটির অগ্রগতি, ব্যবসা-বাণিজ্য এবং সাংস্কৃতিক উন্নয়ন নিয়ে আলোচনা হয়েছে।
আরও পড়ুন:
প্রবাসী উদ্যোক্তাদের দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার আহ্বান জানান সম্মেলনের প্রধান আলোচক-বিডা চেয়ারম্যান আশিক চৌধুরী।
এছাড়াও সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তা, রাজনীতিবিদ ও প্রবাসী ব্যবসায়ী নেতারা।
যারা বাংলাদেশের উন্নয়নে প্রবাসীদের ভূমিকা ও ভবিষ্যৎ নিয়ে মতবিনিময় করেন।