ওসমান হাদি হত্যার বিচার দাবিতে যুক্তরাষ্ট্রে প্রবাসীদের বিক্ষোভ

শরিফ ওসমান হাদি
প্রবাস
0

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে হত্যার বিচার দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন যুক্তরাষ্ট্রে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা। গতকাল (বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর) সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় হাদির মৃত্যুর খবরে নিউইয়র্কে জড়ো হন শত শত প্রবাসী।

জ্যাকসন হাইটসে হওয়া বিক্ষোভ সমাবেশে হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত দেশে ফিরিয়ে এনে সর্বোচ্চ শাস্তির দাবি জানানো হয়। ভারত খুনিদের ফেরত দিতে না চাইলে দিল্লির সঙ্গে ঢাকার সব ধরনের কূটনৈতিক, রাজনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক বিচ্ছেদের দাবিও করেছেন তারা।

আরও পড়ুন:

এমনকি, ওসমান হাদির স্মরণে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে প্রতিবাদও জানিয়েছেন যুক্তরাষ্ট্রে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা। এদিকে, শুক্রবার বাংলাদেশ সময় সন্ধ্যা ৭ টায় শরিফ ওসমান হাদির গায়েবানা জানাজা আদায় করবেন যুক্তরাজ্যে থাকা প্রবাসী বাংলাদেশিরা।

ইএ