মালয়েশিয়ায় হাদির গায়েবানা জানাজা অনুষ্ঠিত

গায়েবানা জানাজা শেষে প্রবাসীদের দোয়া
প্রবাস
1

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদির মৃত্যুতে গায়েবানা জানাজা ও দোয়ার আয়োজন করেছেন মালয়েশিয়া প্রবাসীরা। আজ (শুক্রবার, ১৯ ডিসেম্বর) স্থানীয় সময় বাদ মাগরিব দেশটির একটি মসজিদে অনুষ্ঠিত গায়েবানা জানাজা ও দোয়ায় উপস্থিত হন বিপুল সংখ্যক শোকাহত মালয়েশিয়া প্রবাসীরা।

এসময় সংক্ষিপ্ত আলোচনায় প্রবাসীরা বলেন, শরিফ ওসমান হাদি ছিলেন একজন সাহসী দেশপ্রেমিক ও প্রতিবাদী কণ্ঠস্বর। তিনি গণতন্ত্র, মানবাধিকার ও আইনের শাসন প্রতিষ্ঠার জন্য মানুষের দ্বারে গেছেন। এ হত্যাকাণ্ডের নিরপেক্ষ তদন্ত ও অনতিবিলম্বে দোষীদের আটক করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।

গায়েবানা জানাজায় অংশগ্রহণকারীরা বলেন, গণতন্ত্র, মতপ্রকাশের স্বাধীনতা ও নাগরিক অধিকার রক্ষার আন্দোলনে শরিফ ওসমান হাদির ভূমিকা স্মরণীয় হয়ে থাকবে।

দেশ ও মানুষের ক্ষতি হয় এমন সহিংসতা পরিহার করে দেশের সবাই যাতে ঐক্যবদ্ধ থাকে। যাদের মাঝে দেশপ্রেম ও স্বাধীনতা সার্বভৌমের প্রতি শ্রদ্ধা আছে এবং দেশে যাতে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয় সেজন্য কাজ করতে আহ্বান জানান প্রবাসীরা।

এএইচ