সেবা খাতে বিদেশি কর্মী নিয়োগে চলতি বছরের কোটা প্রায় পূর্ণ: মালয়েশিয়া

প্রবাসী কাজ করছেন কর্মীরা
প্রবাস
3

চলতি বছরের জন্য সেবা খাতে বিদেশি কর্মী নিয়োগে সরকার নির্ধারিত কোটা প্রায় পূর্ণ হয়ে এসেছে বলে জানিয়েছে মালয়েশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়। স্থানীয় সময় আজ (বুধবার, ২৪ ডিসেম্বর) দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

বিবৃতিতে জানানো হয়, দেশিয় বাণিজ্য ও জীবনযাত্রার ব্যয় মন্ত্রণালয়ের অধীন সেবা খাতের জন্য নির্ধারিত ৩০ হাজার বিদেশি কর্মীর কোটা প্রায় সম্পূর্ণভাবে পূর্ণ হয়ে গেছে।

এ কারণে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়ান-স্টপ সেন্টার ফর ফরেন ওয়ার্কার ম্যানেজমেন্টের মাধ্যমে জমা দেওয়া সার্ভিস খাতে বিদেশি কর্মী নিয়োগ সংক্রান্ত নতুন আবেদন নির্ধারিত সময়ের আগেই বন্ধ করা হচ্ছে। এ সিদ্ধান্ত কার্যকর হবে ২৬ ডিসেম্বর থেকে।

আরও পড়ুন:

তবে অন্যান্য অনুমোদিত খাত ও উপখাতে বিদেশি কর্মী নিয়োগের আবেদন ৩১ ডিসেম্বর পর্যন্ত খোলা থাকবে এবং তা বিদ্যমান শর্ত সাপেক্ষে কার্যকর থাকবে বলা হয়েছে বিবৃতিতে।

সংশ্লিষ্ট খাতে বিদেশি কর্মী নিয়োগে আগ্রহী নিয়োগকর্তাদের নির্ধারিত সময়ের মধ্যে আবেদন জমা দেওয়ার আহ্বান জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

এছাড়া সর্বশেষ তথ্য ও নির্দেশনার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং দেশিয় বাণিজ্য ও জীবনযাত্রার ব্যয় মন্ত্রণালয়ের ওয়েবসাইট ও সরকারি ঘোষণা অনুসরণ করার পরামর্শ দেওয়া হয়েছে।

এফএস