বিশ্বের কাছে দেশের ইতিহাস ও ঐতিহ্য তুলে ধরতে ২০২২ ফুটবল বিশ্বকাপের সময় ‘কাতারা কালচারাল ভিলেজ’ নামে কৃত্রিম সাংস্কৃতিক গ্রাম তৈরি করছে মধ্যপ্রাচ্যের দেশ কাতার।
কাতারের আরবিক সাংস্কৃতিক ও শৈল্পিক বিভিন্ন অনুষ্ঠান আয়োজনের জন্য মূলত তৈরি করা হয়েছে গ্রামটি। এখানে রয়েছে, চোখ ধাঁধানো স্থাপত্য, কৃত্রিম পাহাড়, থিয়েটার, মসজিদ, জাদুঘর, শপিং মল, রেস্তোরাঁসহ আধুনিক সব সুযোগ-সুবিধা।
নানান ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রদর্শনীর ব্যবস্থা রয়েছে কাতারা কালচারাল ভিলেজে। এর দৃষ্টিনন্দন সৌন্দর্য দেখে উচ্ছ্বসিত কাতারায় ঘুরতে আসা প্রবাসী বাংলাদেশিরা।
আরও পড়ুন:
প্রবাসী বাংলাদেশিদের মধ্যে একজন বলেন, ‘জায়গাটা অনেক সুন্দর। আমরা যখনই সময় পাই, তখনই এখানে ঘুরতে আসি। এখানে সারাবছরই বিভিন্ন অনুষ্ঠান হয়, বিভিন্ন কালচারাল আয়োজন করা হয়। আমরা প্রায় সময়ই ছুটির দিনে এখানে আসি।’
রাজধানী দোহা আল দাফনা ও লুসাইল সিটি এলাকার কাছে অবস্থিত কাতারা। দেশটির সাংস্কৃতিক ও ঐতিহ্যকে তুলে ধরতে কাতারা কালচারাল ভিলেজের দৃষ্টিনন্দন দালান ইমারত নির্মাণ করা হয়েছে।





