চট্টগ্রামে বাস-কাঠের গাড়ির সংঘর্ষ; নিহত ৩, আহত ৭

চট্টগ্রাম
চট্টগ্রামে বাস-কাঠের গাড়ির সংঘর্ষ
এখন জনপদে
2

চট্টগ্রামের মিরসরাইয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বারইয়ারহাটে বাস ও কাঠের গাড়ির সংঘর্ষে তিনজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে অন্তত আরও সাতজন। গতকাল (বৃহস্পতিবার, ৮ জানুয়ারি) রাত ৩টার দিকে বারইয়ারহাটে ফেনী নদীর ব্রিজের নিকটে এ দুর্ঘটনা ঘটে।

হাইওয়ে পুলিশ জানায়, সেন্টমার্টিন পরিবহনের ডাবল ডেকারের একটি বাস চট্টগ্রাম থেকে ঢাকা যাচ্ছিলো। এসময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে হাইওয়েতে দাঁড়িয়ে থাকা অপর একটি কাঠের গাড়িকে পেছন থেকে ধাক্কা দেয়।

মুহূর্তেই দুমড়ে মুছড়ে যায় বাসের সামনের অংশ। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন। আহত হন এক নৌবাহিনী সদস্যসহ অন্তত সাতজন।

আরও পড়ুন:

নিহতদের মরদেহ জোরারগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়িতে নেয়া হয়েছে। তাদের পরিচয় এখনও নিশ্চিত হতে পারেনি পুলিশ।

আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠিয়েছে ফায়ার সার্ভিস।

এসএস