এআইয়ের সাহায্যে সাবস্ক্রিপশন সার্ভিসে ১৫ কোটির বেশি গ্রাহক পেল গুগল

গুগল ওয়ান
তথ্য-প্রযুক্তি
0

অ্যালফাবেটের গুগল ওয়ান সাবস্ক্রিপশন সার্ভিস, যা ক্লাউড স্টোরেজ এবং এআই সেবার জন্য গ্রাহকদের কাছ থেকে চার্জ করে, সম্প্রতি এর গ্রাহক সংখ্যা ১৫ কোটি অতিক্রম করেছে, এমনটাই রয়টার্স জানিয়েছে।

এটি ২০২৪ সালের ফেব্রুয়ারি থেকে ৫০ শতাংশ বৃদ্ধি। ওয়ান সাবস্ক্রিপশন সার্ভিস চালু হওয়ার প্রায় ছয় বছর পরে গুগল ওয়ান ১০ কোটি সাবস্ক্রিপশন অতিক্রম করেছিল।

বর্তমানে গুগল ওয়ান তার বেসিক সার্ভিস ১০০ গিগাবাইট ক্লাউড স্টোরেজের জন্য প্রতি মাসে ১ ডলার ৯৯ সেন্ট, প্রিমিয়াম সার্ভিস ২ টেরাবাইট স্টোরেজের জন্য ৯ ডলার ৯৯ সেন্ট এবং এআই প্রিমিয়াম সার্ভিস ২ টেরাবাইট স্টোরেজ ও জেমিনি এআই এর অ্যাডভান্সড অ্যাক্সেসের জন্য ১৯ ডলার ৯৯ সেন্ট প্রতি মাসে চার্জ করে থাকে।

২০২৪ সালের অ্যালফাবেটের মোট আয়ের চার ভাগের তিন ভাগ থেকেও বেশি এসেছিল গুগল ওয়ান থেকে। টেক জায়ান্টদের চলমান এআই যুদ্ধে টিকে থাকার জন্য ধারণা করা হচ্ছে অ্যালফাবেটের গুগল ওয়ান সাবস্ক্রিপশন সার্ভিস গুগলকে দীর্ঘমেয়াদে এগিয়ে রাখবে।

এএইচ