৭ ও ৮ সেপ্টেম্বর পূর্ণ চন্দ্রগ্রহণ: ৮২ মিনিটের ‘ব্লাড মুন’ দেখার সুযোগ

ব্লাড মুন
তথ্য-প্রযুক্তি
0

একটি বিরল মহাজাগতিক ঘটনার সাক্ষী হতে যাচ্ছে বিশ্ব। ৭ এবং ৮ সেপ্টেম্বরের রাতে ঘটতে চলেছে পূর্ণ চন্দ্রগ্রহণ, যা প্রায় ৮২ মিনিট ধরে চলবে। এ আকর্ষণীয় ঘটনাটি বিশ্বের প্রায় ৮৫ শতাংশ অর্থাৎ প্রায় ৭ বিলিয়ন মানুষ প্রত্যক্ষ করতে পারবে।

পূর্ণ চন্দ্রগ্রহণ তখনই ঘটে যখন পৃথিবী, সূর্য এবং চাঁদের ঠিক মাঝে অবস্থান করে এবং পৃথিবীর ছায়া চাঁদের ওপর পুরোপুরিভাবে পড়ে। এর ফলে চাঁদ একটি লালচে বা তামাটে রঙ ধারণ করে, যাকে ব্লাড মুন বলা হয়। পৃথিবীর বায়ুমণ্ডলের মধ্যে দিয়ে সূর্যের আলোকরশ্মি বিচ্ছুরিত হয়ে চাঁদের ওপর পড়লে এমন লাল আভা তৈরি হয়।

আরও পড়ুন:

এ চন্দ্রগ্রহণটি এশিয়া, আফ্রিকা, ইউরোপ, অস্ট্রেলিয়া এবং আমেরিকার অনেক অংশ থেকে দেখা যাবে। বিশেষ করে, বাংলাদেশ, ভারতসহ দক্ষিণ এশিয়ার দেশগুলোতে এটি খুব ভালোভাবে দেখা যাবে। এ সময়ে পরিষ্কার আকাশে চাঁদকে সম্পূর্ণ লাল রঙে দেখা যাবে।

ইএ