ইউরোপে টয়োটার প্রথম ব্যাটারি ইলেকট্রিক ভেহিকল তৈরি হচ্ছে চেক রিপাবলিকে

টয়োটার লোগো
তথ্য-প্রযুক্তি
0

জাপানি গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টয়োটা ঘোষণা করেছে যে তারা ইউরোপে তাদের প্রথম সম্পূর্ণ ব্যাটারি ইলেকট্রিক ভেহিকল তৈরি করবে। এ গাড়ি তৈরি হবে চেক রিপাবলিকের কোলিন প্ল্যান্টে।

এ উদ্যোগের অংশ হিসেবে টয়োটা প্ল্যান্টটিতে একটি নতুন ব্যাটারি অ্যাসেম্বলি লাইন তৈরির জন্য ৬৮০ মিলিয়ন ইউরো বিনিয়োগ করবে। একই সাথে, চেক সরকারও এ প্রকল্পে ৬৪ মিলিয়ন ইউরো বিনিয়োগ করবে। চেক রিপাবলিকের মোট জিডিপির ১০ শতাংশই আসে অটোমোবাইল ইন্ডাস্ট্রি থেকে।

আরও পড়ুন:

বিশ্বব্যাপী গাড়ির বাজারে টয়োটা বর্তমানে ইলেকট্রিক গাড়ি (ইভি) নিয়ে বেশ সতর্ক অবস্থান নিয়েছে, কারণ সম্প্রতি বিশ্বজুড়ে ইভি এর চাহিদা কিছুটা কমেছে। বিপরীতে, যুক্তরাষ্ট্রসহ টয়োটার বিভিন্ন বাজারে তাদের হাইব্রিড গাড়ির চাহিদা বৃদ্ধি পেয়েছে। এরইমধ্যে টয়োটা ইউরোপের বাজারে বিইভি তৈরির এ বড় সিদ্ধান্ত নিল।

বিক্রয়ের দিক থেকে বিশ্বের বৃহত্তম এ গাড়ি প্রস্তুতকারক সংস্থাটি ২০২৫ এবং ২০২৬ সালের মধ্যে ইউরোপের বাজারে তাদের টয়োটা এবং প্রিমিয়াম লেক্সাস ব্র্যান্ডের জন্য মোট নয়টি নতুন ইভি মডেল আনার পরিকল্পনা করেছে বলে জানিয়েছে এ বছরের শুরুর দিকে।

ইএ