অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন, পানি সম্পদ এবং তথ্য ও সম্প্রচার উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিএসসিএল পরিচালনা পর্ষদের চেয়ারম্যান এবং ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের সচিব আব্দুন নাসের খান।
তাদের পাশাপাশি আরো উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব, কৃষি মন্ত্রণালয়ের সচিবসহ অন্যান্য ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তাগণ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক।
অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিএসসিএলের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা ড. মো. ইমাদুর রহমান। ডায়ালগে ‘ব্লু ইকোনমি: হোয়াট বিএসসিএল ক্যান ডু ফর বাংলাদেশ? ও হাও ক্যান বাংলাদেশ বি অ্যাট দ্য ফোরফ্রন্ট অব দ্য স্পেস ইন্ডাস্ট্রি’ বিষয়ে দুইজন বক্তা বক্তব্য রাখেন।
মূল প্রবন্ধে বিশ্বের ৫৭তম স্যাটেলাইট মালিক ও অপারেটর দেশ হিসেবে বাংলাদেশের নানা জাতীয় খাতে এ স্যাটেলাইটের নানামুখী ব্যবহার তুলে ধরা হয়।
প্রধান অতিথির বক্তব্যে সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, ‘সুশাসন নিশ্চিতকরণ, প্রাকৃতিক সম্পদ ব্যবস্থাপনা ও দুর্যোগ মোকাবেলায় স্যাটেলাইটের ব্যবহার বাড়ানো গেলে এর প্রকৃত সুফল পাওয়া যাবে। এতে জবাবদিহি নিশ্চিত হবে, দুর্নীতি হ্রাস পাবে এবং অপরাধ কমবে।’
তিনি আরও বলেন, ‘স্যাটেলাইট প্রযুক্তির বহুমাত্রিক ব্যবহার এখন সময়ের দাবি। রাষ্ট্রীয় নিরাপত্তা, সক্ষমতা বৃদ্ধি, পানি সম্পদ ব্যবস্থাপনা ও নগর পরিকল্পনার জন্য স্যাটেলাইট অপরিহার্য। এ ক্ষেত্রে বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেডের (বিএসসিএল) সক্ষমতা আরও বাড়ানো প্রয়োজন।’ পাশাপাশি সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর মধ্যে সমন্বয় বৃদ্ধির আহ্বান জানান তিনি।
বিশেষ অতিথির বক্তব্যে প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠার পর প্রথমবারের মতো লাভজনক কোম্পানিতে পরিণত হওয়ায় বিএসসিএলকে ধন্যবাদ জানান।
তিনি বলেন, ‘আর্থ অবজারভেশন স্যাটেলাইটের মাধ্যমে বিএসসিএল বিভিন্ন সরকারি মন্ত্রণালয়ের নির্দিষ্ট সমস্যার সমাধান করতে পারবে। বিশেষ করে কৃষি, দুর্যোগ ব্যবস্থাপনা, আবহাওয়া ও বন মন্ত্রণালয়সহ বহু খাতে এর কার্যকর ব্যবহার সম্ভব।’
বিএসসিএল পরিচালনা পর্ষদের চেয়ারম্যান এবং ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের সচিব আব্দুন নাসের খান বলেন, ‘বিএসসিএল স্যাটেলাইট ইন্ডাস্ট্রির নতুন প্রযুক্তি নিয়ে কাজ করছে। বর্তমান বিশ্বে স্যাটেলাইট প্রযুক্তির মাধ্যমে নানাবিধ সমস্যার সমাধান করা হচ্ছে। বিএসসিএলও আগামী বছরগুলোতে স্যাটেলাইট প্রযুক্তিতে বৈচিত্র্য এনে বিভিন্ন ধরনের সমস্যা সমাধানে কাজ করবে।’





