এর পরিবর্তে সনি অনলাইন বিক্রিতে বেশি মনোনিবেশ করতে চাচ্ছে বলে জানিয়েছে। কোম্পানির দাবি অনলাইনে ডিভাইস বিক্রির মাধ্যমে তারা গ্রাহক বা ব্যবহারকারীদের আরো উন্নত ক্রয় অভিজ্ঞতা দিতে পারবে।
এদিকে যুক্তরাষ্ট্রে ক্রমবর্ধমান অর্থনৈতিক ও রাজনৈতিক বিধিনিষেধের কারণে সেখানে নিজেদের উপস্থিতি কমানোর কথা জা নিয়েছে ফিনল্যান্ডভিত্তিক প্রযুক্তি প্রতিষ্ঠান এইচএমডি। বর্তমানে কোম্পানিটি নকিয়ার স্মার্টফোন তৈরি করে থাকে। এইচএমডির এ ঘোষণার পরেই সনির এ সিদ্ধান্তের কথা প্রকাশ্যে এলো।
শুধু ফিনল্যান্ড নয়, ইউরোপের বিভিন্ন দেশের ব্যবহারকারীরা অনলাইন স্টোর থেকে এক্সপেরিয়া ওয়ান সেভেন কিনতে পারছে না বলে জানা গেছে। জার্মানি ও যুক্তরাজ্যের মত অল্প সংখ্যক দেশে শুধু ডিভাইসটি পাওয়া যাচ্ছে। এর মাধ্যমে এটি নিশ্চিত যে সনি পুরো ইউরোপ থেকেই এর ব্যবসা গুটিয়ে নিতে কাজ করছে।
এক বিবৃতিতে সনি জানায়, ক্রেতারা চাইলে সনির নিজস্ব ওয়েবসাইট বা অ্যামাজন থেকে স্মার্টফোনটি কিনতে পারবে। সে হিসেবে ইউরোপের ব্যবহারকারীরা এখন চাইলেও অনলাইনে অর্ডার করা ছাড়া স্মার্টফোনটি দেখার সুযোগ পাবে না।
প্রকাশিত প্রতিবেদনের তথ্যানুযায়ী, সনি যে শুধু ইউরোপের বাজারেই সমস্যার মুখে পড়েছে তা নয়। কোম্পানির হোম গ্রাউন্ড জাপানেও এক্সপেরিয়া ওয়ান সেভেনের শুরুটা ভালো হয় নি। প্রাপ্ত তথ্যানুযায়ী, ডিভাইসের কিছু প্রযুক্তিগত সমস্যা রয়েছে, যে কারণে বিক্রিও আশানুরূপ হয় নি। তবে এ কারণে কোম্পানি যে পুরোপুরি স্মার্টফোনের ব্যবসা থেকে বেরিয়ে আসছে সেরকম কিছুও জানা যায়নি।