চীনে শুরু হতে যাচ্ছে হিউম্যানয়েড রোবট প্রতিযোগিতা

হিউম্যানয়েড রোবট
প্রযুক্তি সংবাদ
তথ্য-প্রযুক্তি
0

মহাকাশ ও এআই প্রতিযোগিতার পর চীনে শুরু হতে যাচ্ছে হিউম্যানয়েড রোবট প্রতিযোগিতা। এতে অংশ নিতে শেষ মুহূর্তে রোবটগুলোকে প্রশিক্ষণের মাধ্যমে তৈরি করছেন প্রতিযোগীরা।

হিউম্যানয়েড রোবটকে এমন কাপড় শুকাতে, ভাঁজ করতে কিংবা স্যান্ডউইচ বানাতে দেখে হয়তো ভাবতে পারেন, এটি কোনো রোবট প্রশিক্ষণ কেন্দ্র। দৈনন্দিন জীবনের কাজকে সহজ করতেই হয়তো প্রশিক্ষণের মাধ্যমে প্রস্তুত করা হচ্ছে এসব রোবট।

কিন্তু না, এটি কোনো প্রশিক্ষণ কেন্দ্র নয়। আসন্ন ‘সাংহাই স্টার্টআপ অ্যাজিবট’ এ অংশ নিতে প্রস্তুত করা হচ্ছে এই হিউম্যানয়েড রোবটগুলোকে। দিনে প্রায় ১৭ ঘণ্টা ধরে প্রশিক্ষণের মাধ্যমে রোবটগুলোকে ঝালিয়ে নিচ্ছেন অংশগ্রহণকারীরা।

সাধারণ উদ্দেশে ব্যবহারের জন্য রোবটের উৎপাদনশীলতা বাড়াতে চান অ্যাজিবটের এমবোডাইড ইন্টেলিজেন্স বিজনেস ইউনিটের প্রেসিডেন্ট ইয়াও মাওকিং। খরচ কমিয়ে আনা গেলে নিজস্ব কারখানায় রোবটের সীমাহীন উৎপাদনের স্বপ্ন দেখেন তিনি।

অ্যাজিবট এমবোডাইড ইন্টেলিজেন্সের বিজনেস ইউনিটের প্রেসিডেন্ট ইয়াও মাওকিং বলেন, ‘আগামী ৫ বছরে রোবট তৈরির খরচ অর্ধেকে নামিয়ে আনাই লক্ষ্য। এমন আশার কথা আমরা প্রযুক্তি খাতের অন্যান্য মানবিক নেতাদের কাছেও শুনেছি। যেমন, টেসলা চলতি বছরের শেষ নাগাদ ১০ হাজারেরও বেশি রোবট সরবরাহ করবে। আর পরের বছর এই সংখ্যা হবে অন্তত ১০ গুণ। এই ধারাবাহিকতা বজায় রাখলে অবশ্যই আগামী ৫ বছরে খরচ কমানো সম্ভব।’

গত বছর এই খাতে ২০ বিলিয়ন ডলার বরাদ্দ করেছে চীনা সরকার। এছাড়া এআই এবং রোবোটিকসের মতো ক্ষেত্রে স্টার্টআপ প্রতিষ্ঠানগুলোকে সহায়তায় ১৩৭ বিলিয়ন ডলারের তহবিল ঘোষণা করেছে চীনা সরকার।

ইউনিটের মার্কেটিং ম্যানেজার ডিউক হুয়াং বলেন, ‘হিউম্যানয়েড রোবটের উৎপাদন, গবেষণা ও উন্নয়নে আমাদের সরকার অনেক সহযোগিতা করে। এই বছর ১০ হাজার বর্গমিটারেরও বেশি আয়তনের জায়গায় আমাদের কারখানা সম্প্রসারণ করেছি। চীনা সরকারের সহায়তায় এটি সম্ভব হয়েছে।’

২০২৪ সালে ৩১টি চীনা প্রতিষ্ঠান ৩৬টি রোবট মডেল তৈরি করেছে, যেখানে মার্কিন প্রতিষ্ঠান তৈরি করেছে মাত্র ৮টি। হিউম্যানয়েড রোবট তৈরির হার্ডওয়্যারের উপর আধিপত্যের কারণেই এই খাতে চীনের অগ্রগতি বলে ধারণা বিশ্লেষকদের। তারা বলছেন, নিজস্ব কাঁচামাল উৎপাদনের সুবিধা থাকায় চীন অন্যান্য দেশের তুলনায় সস্তায় রোবট বিক্রি করতে পারে।

চলতি বছর এপ্রিলে বেইজিংয়ের ইঝুয়াং হাফ ম্যারাথনে হাজার হাজার দৌড়বিদের সাথে প্রথমবারের মতো অংশ নেয় ২১টি হিউম্যানয়েড রোবট। অংশ নেয়া অধিকাংশ রোবটেই ছিল প্রযুক্তিগত জটিলতা।

মাত্র ৬টি রোবট দৌড় শেষ করতে পারে। প্রতিযোগিতায় বিজয়ী হয় বেইজিং ইনোভেশন সেন্টার অব হিউম্যান রোবোটিকসের তিয়ানগং আলট্রা। ২ ঘণ্টা ৪০ মিনিট সময়ে ২১ কিলোমিটার পথ পাড়ি দেয় রোবটটি।

সেজু