এইচ টুয়েন্টির পর হপার সিরিজের আর কোনো চিপ পাবেনা চীন

এনভিডিয়ার লোগো ও চীনের পতাকা
প্রযুক্তি সংবাদ
তথ্য-প্রযুক্তি
0

এইচ টুয়েন্টির পর হপার সিরিজের আর কোনো চিপ পাবেনা চীন। গত শনিবার এমনটাই জানিয়েছেন এনভিডিয়ার সিইও জেনসেন হুয়াং।

কিছুদিন আগেই মার্কিন সরকার চীনে এনভিডিয়ার হপার এইচ২০ চিপের বিক্রির উপর নিষেধাজ্ঞা আরোপ করার পর এনভিডিয়া চীনের বাজারকে কীভাবে মোকাবেলা করা যায় তা নিয়ে মূল্যায়ন করছে।

ধারণা করা হচ্ছে মূল্যায়নের ফলাফলেই প্রতিষ্ঠানটি এমন সিদ্ধান্ত নিয়েছে। এনভিডিয়ার সিইও জেনসেন হুয়াংকে চীনের জন্য তাদের পরবর্তী চিপ কী হবে জানতে চাইলে তিনি সরল উত্তরে জানান আর যাইহোক এটি হপার হবেনা কারণ হপারকে আর পরিবর্তন করা সম্ভব নয়।

ধারণা করা হচ্ছে চীনকে এরপর এনভিডিয়া তাদের ব্ল্যাকওয়েল মডেলের চিপ বিক্রি করবে। রয়টার্স এই মাসের শুরুতে জানিয়েছিল যে এনিভিডিয়া আগামী দুই মাসের মধ্যে শুধুমাত্র চীনের জন্য তাদের এইচ টুয়েন্টি এআই চিপের একটি ডাউনগ্রেড সংস্করণ প্রকাশ করার পরিকল্পনা করছে।

এনভিডিয়ার মোট লাভে চীনের ক্রেতাদের বেশ বড় অবদান থাকে আর তাই এনভিডিয়া চীনে বিক্রি বাড়ানোর চেষ্টা করছে, যেখানে ইতিমধ্যেই হুয়াওয়েইর মত দেশিয় প্রতিদ্বন্দ্বীদের কাছে এনভিডিয়া তার মার্কেট শেয়ার হারিয়েছে।

গত ২৬ জানুয়ারি শেষ হওয়া অর্থবছরে চীন থেকেই এনভিডিয়া ১৭ বিলিয়ন ডলার মুনাফা অর্জন করেছে যার তাদের মোট আয়ের ১৩ শতাংশ।

এএইচ