আইডিবি ভবনে চলছে সিটি আইটি ঈদ ফেস্ট ২০২৫

সিটি আইটি ঈদ ফেস্ট ২০২৫
প্রযুক্তি সংবাদ
তথ্য-প্রযুক্তি
0

রাজধানীর আইডিবি ভবনে চলছে ঈদ উপলক্ষ্যে সিটি আইটি ঈদ ফেস্ট টুয়েন্টি টুয়েন্টি ফাইভ। চলবে ৪ জুন পর্যন্ত।

ঈদের খুশি শুধু নতুন পোষাক কিংবা নতুন জুতাতেই নয় ইদানীং স্মার্টফোন থেকে শুরু করে প্রায় সব সব প্রযুক্তি পণ্য নিয়েই থাকে ঈদের বিশেষ আয়োজন।

তারই ধারাবাহিকতায় ২৬ মে (সোমবার) রাজধানীর আইডিবি ভবনে শুরু হয়েছে ‘সিটি আইটি ঈদ ফেস্ট টুয়েন্টি টুয়েন্টি ফাইভ’।

এই মেলায় অংশ নিয়েছে স্বনামধন্য সব টেক ব্র্যান্ড। কেনাকাটায় কাস্টমারদের জন্য থাকছে নানা অফার।

এবারের ‘সিটি আইটি ঈদ ফেস্ট টুয়েন্টি টুয়েন্টি ফাইভ’ চলবে ৪ জুন পর্যন্ত।

সেজু