ক্রোম ব্রাউজার কিনতে ৩৪ বিলিয়ন ডলারের প্রস্তাব পারপ্লেক্সিটির

ক্রোম ব্রাউজার ও পারপ্লেক্সিটি
প্রযুক্তি সংবাদ
তথ্য-প্রযুক্তি
0

ক্রোম ব্রাউজার কিনে নিতে গুগলকে সাড়ে ৩৪ বিলিয়ন ডলারের প্রস্তাব দিয়েছে এআই স্টার্টআপ প্রতিষ্ঠান পারপ্লেক্সিটি। ব্লুমবার্গের প্রতিবেদনে উঠে এসেছে এই তথ্য।

মার্কিন গণমাধ্যমটি বলছে, ক্রোম ব্রাউজার কেনার জন্য চলতি বছরের শুরুতেই ১০০ মিলিয়ন ডলারের তহবিল সংগ্রহ করেছে পারপ্লেক্সিটি।

ক্রোমের মালিকানা পেলে ব্রাউজারে কোনও গোপন পরিবর্তন করা হবে না। পাশাপাশি আগামী দুই বছরে ৩ বিলিয়ন ডলার বিনিয়োগ করা হবে বলে জানিয়েছে স্টার্টআপ প্রতিষ্ঠানটি।

গেল বছর অনলাইন সার্চের জগতে গুগলের বিরুদ্ধে অবৈধভাবে আধিপত্য ধরে রাখার প্রমাণ পায় মার্কিন বিচার বিভাগ।

এরপর থেকেই ক্রোম ব্রাউজার বিক্রিতে চাপ দেয়া হচ্ছে। যদিও ব্রাউজার বিক্রির পরিকল্পনার কথা এখনো জানায়নি গুগল।

সেজু