৬৫০ মিলিয়ন ডলারে অস্ট্রেলিয়ান সাইবারসিএক্স কিনবে অ্যাকসেনচার

সাইবারসিএক্স ও অ্যাকসেনচার
প্রযুক্তি সংবাদ
তথ্য-প্রযুক্তি
0

৬৫০ মিলিয়ন ডলারে অস্ট্রেলিয়ান সাইবার সিকিউরিটি ফার্ম সাইবারসিএক্স কিনবে আইরিশ–আমেরিকান প্রতিষ্ঠান অ্যাকসেনচার। এটি অ্যাকসেনচারের মালিকানায় এ যাবৎকালের সবচেয়ে বড় আর্থিক লেনদেন।

মেলবোর্ন ভিত্তিক সাইবারসিএক্স ২০১৯ সালে বিজিএইচ ক্যাপিটাল সমর্থিত ১২টি ছোট সাইবার সিকিউরিটি সংস্থার একীভূতকরণের মাধ্যমে গঠিত হয়েছিল।

অস্ট্রেলিয়া বিগত বেশ কয়েকবছর ধরেই চরম সাইবার ঝুঁকিতে রয়েছে এবং বেশ কয়েকটি বড় সাইবার হামলার শিকার হয়েছে।

সাইবারসিএক্স এ বর্তমানে প্রায় ১৪০০ কর্মী রয়েছে এবং এটি অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড জুড়ে নিরাপত্তা অপারেশন সেন্টার পরিচালনা করে। পাশাপাশি তাদের অফিস লন্ডন ও নিউইয়র্কে রয়েছে।

সেজু