নিউইয়র্ক সিটিতে স্বয়ংক্রিয় গাড়ি পরীক্ষার অনুমতি পেলো ওয়েমো

ওয়েমো গাড়ি
প্রযুক্তি সংবাদ
তথ্য-প্রযুক্তি
0

জুনে আবেদন করার পর অবশেষে নিউ ইয়র্ক শহরে স্বয়ংক্রিয় গাড়ির পরীক্ষা শুরুর অনুমতি পেয়েছে টেকজায়ান্ট অ্যালফাবেটের রোবোট্যাক্সি ইউনিট ওয়েমো। ধারণা করা হচ্ছে এ সিদ্ধান্ত ওয়েমোকে তার স্বয়ংক্রিয় গাড়িকে এগিয়ে নিতে সহায়তা করবে।

যদিও সার্ভিসটি স্বয়ংক্রিয় গাড়ির তবে এ টেস্টিংয়ের সময় একজন প্রশিক্ষিত বিশেষজ্ঞ প্রতিটি গাড়িতেই উপস্থিত থাকবেন। নিউ ইয়র্ক স্টেট ল অনুযায়ী অটোনোমাস ভেহিকেল টেস্ট করার সময় একজন টেস্ট ভেহিকেল অপারেটরকে সর্বদা উপস্থিত থাকতে হবে এবং সেলফ ড্রাইভিং টেকনোলজি চালু থাকাকালীন গাড়ির নিয়ন্ত্রণ গ্রহণের জন্য প্রস্তুত থাকতে হবে।

আরও পড়ুন:

টেক জায়ান্টদের মধ্যে রোবোট্যাক্সি নিয়ে প্রতিযোগিতা দিন দিন বেড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে ওয়েমো যুক্তরাষ্ট্রে কার্যক্রম বৃদ্ধির প্রচেষ্টা জোরদার করেছে। 

প্রায় ১ হাজার ৫০০ গাড়ির বহর নিয়ে, ওয়েমো এরই মধ্যে সানফ্রান্সিসকো, ফিনিক্স এবং অস্টিনসহ পাঁচটি প্রধান মার্কিন শহরে ১ কোটিরও বেশি রাইড সম্পন্ন করেছে।

এসএইচ