এ চুক্তির আওতায় রয়েছে, মেটা গুগল ক্লাউডের সার্ভার, স্টোরেজ, নেটওয়ার্কিংয়ের পাশাপাশি অন্যান্য সার্ভিস ব্যবহার। গত জুলাই এর ঘোষণা অনুযায়ী মেটা কয়েক বিলিয়ন ডলার ব্যয় করবে কয়েকটি বিশাল এআই ডেটা সেন্টার তৈরি করার জন্য।
আরও পড়ুন:
এর জন্য মেটা বার্ষিক মূলধন ব্যয়ের লক্ষ্যমাত্রা বাড়িয়েছে, পাশাপাশি তহবিল সংগ্রহের জন্য বাইরের অংশীদার খুঁজছে। এমনকি কিছুদিন আগে ২ বিলিয়ন ডলার সমমূল্যের সম্পদও বিক্রি করেছে এ প্রতিষ্ঠানটি। ধারণা করা হচ্ছে গুগলের সঙ্গে মেটার এ চুক্তি তার জুলাইয়ের লক্ষ্যমাত্রা অর্জনেরই অংশ।
মেটা ক্লাউড লজিস্টিকের জন্য এ চুক্তির আগে পর্যন্ত মূলত অ্যামাজন ওয়েব সার্ভিসেস ও মাইক্রোসফট অ্যাজিউরও ব্যবহার করে আসছিলো।