ভিয়েতনামে কুইপার স্যাটেলাইট সার্ভিস দেবে অ্যামাজন

কুইপার স্যাটেলাইট উৎক্ষেপনের মুহূর্ত
প্রযুক্তি সংবাদ
তথ্য-প্রযুক্তি
0

ভিয়েতনামের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় জানিয়েছে, ভিয়েতনামে কুইপার স্যাটেলাইট সার্ভিস দেবে অ্যামাজন। গত মঙ্গলবার (২ সেপ্টেম্বর) রাতে হ্যানয়ে উপমন্ত্রী ফাম ডুক লং এবং অ্যামাজনের গ্লোবাল লাইসেন্সিং এবং প্রজেক্ট কুইপারের প্রধান গঞ্জালো ডি ডিওসের মধ্যে অনুষ্ঠিত একটি বৈঠকে এ কথা জানায় মন্ত্রণালয়।

পাশাপাশি আরও জানা গেছে, যুক্তরাষ্ট্র-ভিত্তিক টেক জায়ান্ট অ্যামাজন ২০৩০ সালের মধ্যে লোকাল পার্টনারশীপের মাধ্যমে উত্তরাঞ্চলীয় প্রদেশ বাক নিনেতে ছয়টি গ্রাউন্ড স্টেশন এবং টার্মিনাল স্থাপনসহ অবকাঠামো নির্মাণের জন্য ৫৭০ মিলিয়ন ডলার বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছে।

আরও পড়ুন:

ধারণা করা হচ্ছে, কুইপার সার্ভিস চালু হলে ভিয়েতনামের প্রত্যন্ত অঞ্চল এবং দ্বীপপুঞ্জের সুবিধাবঞ্চিত অঞ্চলগুলোতে লো আর্থ অরবিট স্যাটেলাইটের মাধ্যমে ব্রডব্যান্ড ইন্টারনেট পরিষেবা প্রদান করা আরও সহজ হবে। 

ভিয়েতনাম সরকার অ্যামাজনের পাশাপাশি রাইভাল স্টারলিঙ্ককেও একই রকম আনুমোদন দিয়েছে।

এসএইচ