হিলিতে জাতীয় নির্বাচন ও গণভোটে অংশগ্রহণ নিশ্চিতে উঠান বৈঠক

দিনাজপুর
উঠান বৈঠকে অংশ নেয়া এলাকাবাসী
এখন জনপদে
1

দিনাজপুরের হিলিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ এ জনগণের অংশগ্রহণ নিশ্চিতকল্পে সচেতনতামূলক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

আজ (সোমবার, ১২ জানুয়ারি) দুপুরে হাকিমপুর উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে উপজেলার ধরন্দা গ্রামে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন:

উঠান বৈঠকে উপস্থিত সাধারণ ভোটারদের মাঝে গণভোট সম্পর্কে সচেতনতামূলক বক্তব্য রাখেন উপজেলা সমাজ সেবা অফিসার মাসুদ রানা। কীভাবে গণভোট প্রয়োগ করতে হবে এবং গণভোটে অংশগ্রহণ করলে দেশে শাসনের ভারসাম্য ফিরে আসবে এসব বিষয়ে সচেতন বিষয়ক কথা বলেন তিনি।

এসময় সমাজ সেবা অফিসের ইউনিয়ন সমাজকর্মী তাছলিমা সুলতানা তামান্না, ফিল্ড সুপারভাইজার আব্দুস সালামসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

এএইচ