জয়েন্ট পেইন সমস্যায় জার্মান বিজ্ঞানীদের বড় আবিষ্কার

জার্মান বিজ্ঞানী
স্বাস্থ্য , প্রযুক্তি সংবাদ
তথ্য-প্রযুক্তি
0

সম্প্রতি জার্মান বিজ্ঞানীরা তৈরি করেছেন ইঞ্জেক্টেবল বায়োঅ্যাক্টিভ জেল। নতুন আবিষ্কৃত এ জেলটি জয়েন্টের ক্ষয়প্রাপ্ত কার্টিলেজ রিজেনারেট করতে সাহায্য করে।

এর ফলে জয়েন্ট রিপ্লেসমেন্ট সার্জারি বা কৃত্রিম হাঁটু অথবা হিপ বসানোর প্রয়োজন অনেকাংশে কমে যেতে পারে। বয়স্ক ও বাতগ্রস্ত রোগীদের জন্য এটি যুগান্তকারী সমাধান হতে পারে বলে মনে করা হচ্ছে।

আরও পড়ুন:

অস্ত্রোপচার ছাড়াই এ চিকিৎসা সম্ভব হওয়ায় চিকিৎসা হবে কম ঝুঁকিপূর্ণ ও তুলনামূলকভাবে কম ব্যয়বহুল। এ জেলটি ইনজেকশনের মাধ্যমে সরাসরি ক্ষতিগ্রস্ত জয়েন্টে প্রবেশ করানোর ফলে কোষকে সক্রিয় করে কার্টিলেজ গঠনে সহায়তা করে।

সেইসঙ্গে প্রদাহ বা ব্যথা কমাতে কাজ করবে এ জেল। এ আবিষ্কার চিকিৎসাবিজ্ঞানে বড় অগ্রগতি এবং এতে ভবিষ্যতে বহু মানুষ উপকৃত হতে পারে বলে ধারণা করছে বিজ্ঞানীরা।

এফএস