ডেস্কটপ ভার্সন ব্যবহারকারীরা মাল্টি-ট্র্যাক টাইমলাইন ও অ্যাপের মূল ফিচার সম্পর্কে জানেন। এখন আইফোন ব্যবহার করে যারা কন্টেন্ট তৈরি করেন তারা ভিডিও ফুটেজ আলাদা করতে পারবেন, আলাদা ফ্রেম এডিট করতে পারবে এবং ইচ্ছেমত বিভিন্ন লেয়ারে ভিডিও, অডিও, টেক্সট ও ভয়েস ওভার যুক্ত করতে পারবে।
আইওএসের প্রিমিয়ার প্রো অ্যাপের মাধ্যমে ফোরকে এইচডিআর ফুটেজ নিয়ে কাজ করতে পারবে। এছাড়াও অ্যাডোবি লাইটরুমের কালার প্রিসেট ব্যবহার করে ভিডিও এডিটিংকে আরো আকর্ষণীয় করে তুলবে। এছাড়াও ব্যবহারকারীরা যেকোনো প্লাটফর্মের জন্য ভিডিওকে রিসাইজ করে সেভ করতে পারবেন।
এক বিবৃতিতে অ্যাডোবি জানায়, ট্র্যাডিশনাল এসব ফিচার বিনামূল্যে ব্যবহার করা যাবে এবং কোনো বিজ্ঞাপন দেখতে হবে না। সেই সঙ্গে কোনো ওয়াটারমার্ক ছাড়াই ভিডিও এক্সপোর্ট করা যাবে। যেখানে অন্য সফটওয়্যারে এসব ফিচার ব্যবহার ও ওয়াটারমার্ক মুক্ত ভিডিও এক্সপোর্টের জন্য মাসিক সাবস্ক্রিপশন ফি দিতে হয়।
প্রযুক্তি বিশারদদের মতে, ক্যাপকাট সহ অন্যান্য সফটওয়্যারের সঙ্গে প্রতিযোগিতায় টিকে থাকার অংশ হিসেবে অ্যাডোবি বিনামূল্যে সফটওয়্যার ও ফিচার ব্যবহারের সুবিধা দিচ্ছে। ৩০ সেপ্টেম্বর অ্যাপ স্টোরে এটি উন্মুক্ত করা হবে। এর আগে সেখানে প্রি-সেভ অপশনও রাখা হয়েছে। অ্যান্ড্রয়েডের জন্য অ্যাপটির ভার্সন আনার কাজ চলমান রয়েছে বলেও জানা গেছে।