কমছে ডিজনির আয়, শেয়ারদরেও পতন

দ্য ওয়াল্ট ডিজনি কোম্পানি
আন্তর্জাতিক বাণিজ্য
0

দ্য ওয়াল্ট ডিজনি কোম্পানির শেয়ার আয় ১০ বছরে সর্বনিম্ন। ১১ মাসে শেয়ারদর হারিয়েছে ৩ শতাংশ। প্রতিষ্ঠার শত বছরের মধ্যে সবচেয়ে খারাপ সময় পার করছে 'দ্য ওয়াল্ট ডিজনি কোম্পানি'। ক্যাবল টিভি চ্যানেলে দর্শকদের আগ্রহ কমে যাওয়ায়, স্ট্রিমিং প্ল্যাটফর্মের সাবস্ক্রিপশন ফি বাড়ানোর পাশাপাশি কনটেন্টে বৈচিত্র্যের অভাবসহ নানা সমস্যায় ভুগছে বিশ্ব মিডিয়ায় খ্যাতনামা এই মার্কিন প্রতিষ্ঠানটি। কমেছে আয় ও শেয়ারদর।

এন্টারটেইনমেন্ট জায়ান্ট 'ওয়াল্ট ডিজনি' গত মাসে প্রতিষ্ঠার শততম বার্ষিকী পালন করলেও, চলতি বছর ইতিহাসের সবচেয়ে খারাপ সময় পার করছে ১৫ হাজার কোটি ডলারের প্রতিষ্ঠানটি।

বর্তমানে মার্কিন প্রতিষ্ঠানটির প্রতিটি শেয়ার বিক্রি হচ্ছে ৮৪ ডলারে যা ১০ বছরের মধ্যে সর্বনিম্ন। ১১ মাসে শেয়ারদর হারিয়েছে ৩ শতাংশ। অন্যদিকে এসময়ের মধ্যে ২২ শতাংশ শেয়ারদর বেড়েছে প্রতিদ্বন্দ্বী ওয়ার্নার ব্রাদার্সের।

২০২৩ সালে ফ্লোরিডার ওয়ার্ল্ড ডিজনি রিসোর্টের দর্শনার্থী ও স্ট্রিমিং অ্যাপগুলোর সাবস্ক্রাইবার সংখ্যাও কমে গেছে। ফ্লোরিডার গভর্নর রন ডি স্যান্টিসের সঙ্গে চলছে আইনি লড়াই। অভিনয় শিল্পীদের ধর্মঘটে থমকে আছে স্নো হোয়াইট ও এলিও'র মতো বড় চলচ্চিত্রগুলোর নির্মাণ প্রক্রিয়া।

সিএনএনের প্রতিবেদন বলছে, ডিজনিকে বিপদ থেকে উত্তরণে ৫টি বড় বিষয় সমাধানের ওপর জোর দিতে হবে। ক্যাবল টিভি চ্যানেলের দর্শক কমায় বছরের তৃতীয় প্রান্তিকে প্রতিষ্ঠানটির আয় কমেছে ৭ শতাংশ। এবিসি, ডিজনি, এফএক্স কিংবা ন্যাশনাল জিওগ্রাফিক চ্যানেলগুলো থেকে আয়ের তুলনায় পরিচালনা ব্যয় বাড়ায় বিক্রির ইঙ্গিত দিয়েছেন সিইও বব ইগার।

এমন অবস্থায় চলতি বছর ২য় বারের মতো সাবস্ক্রিপশন ফি বাড়িয়েছে স্ট্রিমিং প্ল্যাটফর্ম ডিজনি প্লাস। এতে বছরের ৩য় প্রান্তিকে প্ল্যাটফর্মটির গ্রাহক ৭.৪ শতাংশ কমে দাঁড়িয়েছে প্রায় ১৫ কোটিতে। সাবস্ক্রাইবার ধরে রাখতে কনটেন্টে বৈচিত্র্যের অভাবও লক্ষণীয়।

তবে বিশ্লেষকরা বলছেন, কন্টেন্ট বা ছবি ব্যর্থ হবার পেছনে আরেকটি সবচেয়ে বড় কারণ পর্যাপ্ত প্রচারণার অভাব। তাই কনটেন্টের অভাব ও সাবস্ক্রিপশন ফি এর বিষয়টি সমাধানের দিকে নজর দেয়ার পরামর্শ বিশেষজ্ঞদের।

ডিজনির ব্যবসার অন্যতম চালিকাশক্তি অ্যামিউজমেন্ট পার্কগুলো। সাংহাই কিংবা হংকংয়ের ডিজনি ল্যান্ড দর্শনার্থী দিয়ে ভর্তি থাকলেও খরা ছিল ফ্লোরিডা থিমপার্কে। করজনিত সুবিধা তুলে দেয়াসহ নানা বিষয়ে ফ্লোরিডার গভর্নরের সঙ্গে আইনি লড়াই চলছে ওয়াল্ট ডিজনির। বাতিল করা হয়েছে অঙ্গরাজ্যটিতে ১০০ কোটি ডলারের কর্পোরেট ক্যাম্পাস নির্মাণ প্রকল্প।

প্রতিষ্ঠানের দুর্দিনে গত বছর অবসর ভেঙ্গে আবারো সিইওর দায়িত্ব নেন বব ইগার। আশ্বাস দেন ২০২৬ সাল নাগাদ নতুন সিইও নির্বাচনের। তবে সে অনুযায়ী কাঙিক্ষত অগ্রগতি দেখা যায়নি। উত্তরসূরি নির্বাচনের কাজ দ্রুত শুরু না করলে ডিজনির জন্য সামনের দিনগুলো আবারো অস্থির হতে পারে।

সেজু