নতুন বিদেশি কর্মী নিয়োগে সময় বাড়ানোর পরিকল্পনা নেই: মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী

মালয়েশিয়া
আন্তর্জাতিক বাণিজ্য
0

নতুন বিদেশি কর্মী নিয়োগের ক্ষেত্রে সময় বাড়ানোর পরিকল্পনা নেই বলে জানিয়েছেন মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন ইসমাইল। আজ (মঙ্গলবার, ৪ জুন) দেশটির স্থানীয় গণমাধ্যমে প্রকাশিত খবরে এটি বলা হয়েছে।

এতে বলা হয়, বেঁধে দেয়া সময়সীমা (৩১ মে) পেরিয়ে যাওয়ার পর ১৭ হাজার কর্মীর মালয়েশিয়ায় প্রবেশের অনুমতির আবেদন প্রত্যাখ্যান করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন ইসমাইল জানিয়েছেন, অনেক আগেই কর্মী পাঠাতে ৩১ মে সময়সীমা ধার্য করা হয়েছে। সরকার এ সিদ্ধান্ত বদলাবে না।

স্থানীয় গণমাধ্যম নিউ স্ট্রেইটস টাইমসের প্রতিবেদনে বলা হয়, মন্ত্রণালয়ের পক্ষ থেকে স্পষ্ট বলা হয়, কোটা অনুমোদন, স্বাস্থ্য পরীক্ষা, ভিসা প্রক্রিয়াকরণ এবং ফ্লাইটের ব্যবস্থাসহ সমস্ত প্রয়োজনীয় প্রক্রিয়াগুলো যত্ন সহকারে বিবেচনা করে ওই সময়সীমা নির্ধারণ করা হয়েছিল। এ অবস্থায় আবেদনের সময়সীমা বাড়ানো সম্ভব হবে না।

আসু