বিশ্বের বৃহত্তম গম আমদানিকারক দেশ চীন ২০২৫ সালে গত বছরের তুলনায় আরো কম গম কিনবে বলে ধারণা করছেন বাজার বিশ্লেষকরা। এর প্রধান কারণ চীনের স্থানীয় পর্যায়ে উৎপাদন বৃদ্ধি।
এদিকে দুর্বল অর্থনৈতিক অবস্থার কারণে ইন্দোনেশিয়া ও মিসরেও গমের চাহিদা কমছে। এছাড়া মধ্যপ্রাচ্যের ইরাকে প্রচুর পরিমাণে গম উদ্বৃত্ত রয়েছে, সেজন্য তারা আমদানি বন্ধ করে দিতে পারে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা।
চীন ও ইন্দোনেশিয়ার মতো গুরুত্বপূর্ণ আমদানিকারক দেশগুলোতে স্থানীয় গম উৎপাদন বৃদ্ধির পাশাপাশি অর্থনৈতিক মন্দার কারণে বিশ্বব্যাপী গমের চাহিদা কমছে।