তিনি বলেন, ‘আমরা জানি যে রাজনীতিতে অবশ্যই মতভেদ থাকবে। কিন্তু বর্তমানে আমরা যে পরিবেশে আছি তাতে আমাদের জনগণ বিভ্রান্ত হয়ে আছেন। মানুষকে জিজ্ঞেস করলেই বলে নির্বাচন হবে তো? এক ধরনের শঙ্কা, আশঙ্কা, হতাশা এসে যায় যে হবে তো? নির্বাচন সঠিক সময়েই হবে কারণ এর কোনো বিকল্প নেই। যদি নির্বাচন যথাসময়ে না হয়, তাহলে এ জাতি অনেক বিপদে পড়বে এবং ফ্যাসিবাদের ফিরে আসার সম্ভাবনা বাড়বে।’
আরও পড়ুন:
এসময় বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র চলছে জানিয়ে তিনি বলেন, ‘মধ্যমপন্থা ও উদারপন্থি রাজনীতি সরিয়ে দিয়ে উগ্রবাদ ও চরমপন্থি রাজনীতি প্রতিষ্ঠার চেষ্টা চলছে।
তিনি বলেন, ‘কিছু কিছু প্রচারণা চালানো হচ্ছে বিএনপি সংস্কারবিরোধী। বাংলাদেশে যা কিছু সংস্কার হয়েছে, তা বিএনপিই করেছে।’
বাংলাদেশের মানুষ গণতন্ত্র উত্তরণে বিএনপির দিকে তাকিয়ে আছে বলে জানান তিনি। জনগণের এ আশা-আকাঙ্ক্ষা নষ্ট না করতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান মির্জা ফখরুল।