বিশ্ববাজারে দুর্লভ খনিজ চুম্বকের সরবরাহ শুরু চীনের

চীনের দুর্লভ খনিজ খনন কেন্দ্র
আন্তর্জাতিক বাণিজ্য
0

বিশ্ববাজারে চীনের দুর্লভ খনিজ চুম্বকের সরবরাহ সচল হওয়ায় হাফ ছেড়ে বেঁচেছে গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানগুলো। তবে এখনও অটোমোবাইল খাতে অনিশ্চয়তা ও উৎপাদন ঘাটতির আশঙ্কা আছে বলে জানাচ্ছেন নির্মাতা ও সরবরাহকারী প্রতিষ্ঠান।

চীন ছাড়া ইউরোপের যে প্রতিষ্ঠানগুলো রেয়ার আর্থ মিনারেল খ্যাত চুম্বর বিশ্বজুড়ে সরবরাহ করে আসছে তাদের লাইসেন্স বাড়ানো হলেও এখনও অনিবন্ধিত অবস্থায় আছেন অনেকেই।

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য যুদ্ধের জেরে বিগত বছরের তুলনায় চীনের প্রাকৃতিক চুম্বকের রপ্তানির হার ৭৫ শতাংশ পর্যন্ত কমে যায়। এমন প্রেক্ষাপটে ওয়াশিংটনভিত্তিক প্রতিষ্ঠানের দুর্লভ চুম্বক পদার্থের চালান বাড়ানোর পরিকল্পনা করছে বেইজিং।

সংশ্লিষ্টরা বলছেন, এতে করে অটোমোবাইল খাত আবারও চাঙ্গা হবে, যদিও প্রাকৃতিক চুম্বকের দাম বাড়তে পারে উচ্চমুখী চাহিদার কারণে।

এএইচ